বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
খানপুরে নিরাপত্তাকর্মী হানিফ হত্যা মামলার অন্যতম আসামী রাহাত গ্রেপ্তার   আওয়ামীলীগের নাশকতা এড়াতে র‍্যাব-১১’র বিশেষ অভিযানে তল্লাশি  সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ নেতাকর্মী আটক রূপগঞ্জে ভয়াবহ আগুনে পুড়লো তুলার ঝুটের গোডাউন  সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বণার্ঢ্য র‌্যালি ফতুল্লায় আওয়ামীলীগের ৬ নেতাকর্মীকে আটক নারায়ণগঞ্জে জালকুড়ি এলাকায় একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা  ফ্যাসিষ্ট আওয়ামীলীগের লকডাউনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিল আড়াইহাজার পায়রা চত্বরে ‘ককটেল’ সদৃশ বস্তু বিস্ফোরণ স্বাধীনতার ৫৪ বছরেও বন্দরে সেতুর সংকট রয়ে গেছে,সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্র চলছে: মাসুদুজ্জামান 

আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ সোমবার বলেছেন যে তিনি রাজনীতিতে এসেছেন জনগণের সেবা করতে, ব্যবসা করার জন্য নয়। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই পদ ব্যবহার করতে চান।

জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাসুদুজ্জামান মাসুদ এই মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) মোহাম্মদ আলী।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না। কেউ কেউ এই পদ চান ব্যবসা করতে। তারা ব্যক্তিগতভাবে এই পদকে ব্যবহার করতে চান।”

এ সময় তিনি দলকে সুসংগঠিত রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাসুদ জোর দিয়ে বলেন যে তিনি নারায়ণগঞ্জকে ভালোবাসেন এবং নিজেকে ‘মেড ইন নারায়ণগঞ্জ’ বলতে গর্ববোধ করেন। তিনি বলেন, “আমার চৌদ্দ-পুরুষ এই মাটিতে জন্ম নেওয়া।” তার এই পরিচয় নিয়ে অনেকের ‘গা জ্বলে’ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “রাজনৈতিক কোনো পরিচয় থাকা যাবে না। আপনার পরিচয় থাকতে হবে আপনি ডাক্তার, মাস্টার, ব্যবসায়ী। আপনারা যারা চব্বিশ ঘন্টা রাজনীতির হিসাব-নিকাশ করেন, আমাদের কাছে আসার স্থান নেই।”

দলীয় মনোনয়ন পেলেই কেবল নির্বাচন করবেন জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “পাস-ফেল পরের কথা, নির্বাচন করি বা না করি, নারায়ণগঞ্জের প্রান্তিক জনগণের পাশে সবসময় থাকবো। নারায়ণগঞ্জের উন্নয়নে মানুষের পাশে থাকবো। এটা আমার ওয়াদা, অঙ্গীকার।”

নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের চ্যালেঞ্জ জানিয়ে মাসুদুজ্জামান বলেন, “অনেকে প্রশ্ন করেন আমি বিএনপি করি কিনা। চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে বললেই হবে না।” তিনি আরও বলেন, “যারা এইসব কথা বলেন, তারা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন, পাস করতে পারেন কিনা। মেম্বার অব পার্লামেন্ট ভিন্ন জিনিস।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমাকে চাইলেই আপনারা মিশায়া দিতে পারবেন না। এই দেশ, শহর, জেলা ও নগর আমার। এটা আমার মা। এটা আমাদের শহর, আমাদের নগর, আমাদের বন্দর, আমরা স্থানীয়রাই পরিচয় দিবো ইনশাল্লাহ।”

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মাসুদুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধকে ৫৪ বছর ধরে বিভিন্নভাবে বিকৃত করেছে। এ সমস্ত সূর্যসন্তানকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আমরা এ রকম আর কখনো দেখতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।