সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জনেজন নাট্য সম্প্রদায়ের ২৫/২৬ ইং সালের কমিটি গঠিত সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন – ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার  রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস  ফতুল্লায় তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক  সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত খানপুর হাসপাতাল থেকে দুই দালাল আটক বন্দরে পরকীয়ার সন্দেহে হত্যাকাণ্ড, মামলা দায়ের  সোনারগাঁয়ে ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার 

বন্দরে পরকীয়ার সন্দেহে হত্যাকাণ্ড, মামলা দায়ের 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বন্দর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করে, নিহত শহীদুল ইসলাম ওরফে রাহিমের (২৩) মা রাশিদা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের রহম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, একই গ্রামের সোনা মিয়ার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার ও ছেলে হাসিব, অহিদুল্লাহর ছেলে হিমেল, অলিউল্লাহর ছেলে মাকসুদ, হযরত আলীর ছেলে আমজাদ হোসেন ও জামান, আবিল হোসেনের ছেলে রহমত আলী, কলিমউদ্দিনের ছেলে হাবিবউল্লাহ ও বাঁধন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুছাপুর দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম ওরফে রাহিমকে ইকবাল হোসেনের বড় ভাই বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চোর আখ্যা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় এবং ইট দিয়ে মাথা থেঁতলানো হয়। গুরুতর আহত রাহিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আসামিদের গ্রেফতারে জোর অভিযান শুরু করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।