বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জে পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভী দুইদিনের রিমান্ডে  নারায়ণগঞ্জে নাসির শেখ হত্যা মামলার আসামি শাহআলম গ্রেপ্তার  পবিত্র আশুরায় ইয়া হোসেন,হায় হোসাইন এ মুখরিত  আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়: মামুন মাহমুদ  বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে:সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্রসহ একজন আটক ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বন্দরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ 

শার্শায় কিশোরীকে ধর্ষণ শেষে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ডেস্ক নিউজঃ যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া সোনাতনকাটি গ্রামে ১৩ বছরের কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা নং২৬, তাং২৭/৭/২১ করা হয়।সাগর নামে একজন কে আটক করে পুলিশ।

শনিবার(২৪শেজুলাই)আনুমানিক রাত ৮টা দিকে কিশোরী পার্শ্ববর্তী পরশীর বাড়ি থেকে ফেরার পথে তিন যুবক জোর করে অন্ধকারে মুখ চেপে ধরে ট্রেনে হেঁচড়ে পুকুর পাড়ের জঙ্গলের ভিতরে নিয়ে উপর্যপুরি ধর্ষণ শেষে পুকুরের পানিতে ডুবিয়ে মারার হত্যা চেষ্টা করে।অভিযুক্ত ধর্ষণকারিরা হলো ১/ মোঃ সাগর (১৮) পিতা আক্তারুল ২/ সুমন (১৮) পিতা শফিকুল ইসলাম (কলু) উভয় সনাতনকাটি শার্শা যশোর এবং নাহিদ (২৫) পিতা রেজাউল সর্দার,গ্রাম, ধানঘুরা কলারোয়া সাতক্ষীরা।

ভিকটিমের ভাই সুমন জানায়, আসামিরা অন্ধকারে পথ আটকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের জঙ্গলের ভিতরে নিয়ে তারা ধর্ষণ করে পুকুরের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করা অবস্থায় তার বাবা ও আমরা খোঁজাখুঁজি করে নাম ধরে ডাকতে থাকলে ধর্ষণকারীরা পানিতে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটটি জানাজানি হলে একটি মহল ধর্ষণকারিদের পক্ষ নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। গতকাল সোমবার সনাতন কাটি গ্রামের মধ্যে একটি রুমের ভিতর তালা বদ্ধ ঘরে মেয়ে পক্ষকে অর্থের প্রলোভন দেখানো হলে মেয়েটির বাবা জঘন্য ন্যক্কার জনক ঘটনার সুবিচার দাবি করলে গ্রাম্য সালিশি আয়োজন কারীরা তার উপর চড়াও হয়। শালিস বিলম্ব করার এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওই কুচক্রকারিরা ঘটনাস্থলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপস্থিত হলে গ্রাম্য সালিশ কারিরা পালিয়ে গেলে পুলিশ আসামি সাগরকে আটক করে।

এ ঘটনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান,অভিযোগ পেয়ে সাগর নামে একজনকেপ্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা তিনজন মিলে এ অপকর্ম লিপ্ত হয়েছিল বাকি ২ আসামি আটকের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিকেল রিপোটের জন্য যশোর সদর হাসপাতলে পাঠানো হয়েছে।আটকৃত আসামিকে কোর্টএ প্রেরন করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।