শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও এতিম শিশুদের নিয়ে দোয়া মান্নানের ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি, জনগণের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জের চাঁদাবাজ, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী চক্রের স্বার্থ রক্ষায় মাসুদুজ্জামানকে নিয়ে যড়যন্ত্র করছে  নাসিকের অভিযানে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ  নগরীর জিমখানায় লেক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনায় অন্যতম আসামী লিমন গ্রেপ্তার ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল  প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান: ডিসি রায়হান কবির আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো: মাসুদুজ্জামান  মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও এতিম শিশুদের নিয়ে দোয়া মান্নানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নানা আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঝাউচর দারুল উলুম মাদ্রাসায় সোনারগাঁয়ের বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীকে নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

সকালে সোনারগাঁয়ের শতাধিক মাদ্রাসা থেকে একত্রিত হওয়া এতিম শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে আজহারুল ইসলাম মান্নান নিজ হাতে সব শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন।

দোয়া শেষে মান্নান এতিম শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় কবরস্থানে যান। সেখানে দেশের প্রয়াত ব্যক্তিবর্গসহ সকল মৃতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর মান্নান শিক্ষার্থীদের হাতে চকলেট ও উপহার তুলে দেন। এ সময় মান্নান বলেন, “ওদের মুখের হাসিই আমার নেতা তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় সম্পদ।”

অনুষ্ঠানে তিনি বলেন— “তারেক রহমান আমাদের আশা, আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মবার্ষিকীতে আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সুস্থতা কামনা করছি। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন—আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে পারেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।