নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নারী শিক্ষার অগ্রগতিকে তার কর্মসূচির অন্যতম অংশ হিসেবে তুলে ধরলেন। বুধবার (১৫ অক্টোবর) তিনি শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ আয়োজনে মিলিত হন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির ২৪ নম্বর দফা—”নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব না। রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের সর্বক্ষেত্রে বিচরণ প্রয়োজন।” তিনি নারী শিক্ষার অগ্রগতি এবং নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবন এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানানোর পরপরই আবু জাফর আহমেদ বাবুল সমস্যা সমাধানে আশ্বাস দেন। এমনকি তিনি শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিকভাবে স্কুলের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্কুলের সিনিয়র শিক্ষক মো. মতিউর রহমান আবু জাফর আহমেদ বাবুলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “ইতোপূর্বে অত্র স্কুলের নানান অবকাঠামো উন্নয়নে আমরা সবসময় বাবুল ভাইকে পাশে পেয়েছি। শিক্ষকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা না থাকায় আমরা বাবুল ভাইকে জানানোর সাথে সাথেই তিনি তা ব্যবস্থা করে দিয়েছিলেন।”
শিক্ষক মতিউর রহমান আরও জানান, বাবুল ভাইয়ের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং ম্যাশিন স্থাপনের কাজ চলছে।
অনুষ্ঠানের শেষে আবু জাফর আহমেদ বাবুল সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সর্বদা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply