নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এনায়েতনগরে মৃত হাজী আলী আকবর কাজী এর পুত্র কাজী মনির হোসেন (৫৩) এর রাস্তা সংলগ্ন মুদি খানা দোকান ভাংচুর এর অভিযোগ উঠে এসেছে শহিদুল কাজী এর পুত্র ইরফান হোসেন(২৮) ও তার ভাই আমানত উল্লাহ(১৬) গংদের বিরুদ্ধে। ভুক্তভোগী কাজী মনির হোসেন ন্যায় বিচারে ঘটনার বিবরণে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।
ঘটনার বিষয়ে জানা যায় যে, ইরফান হোসেন (২৮), আমানত উল্লাহ (১৬), উভয় পিতা-শহিদুল্লাহ কাজী, সিজাপ (১৯), পিতা- মৃত আহসান উল্লাহ কাজী, সর্ব সাং- গোদনাইল এনায়েতনগর, পশ্চিমপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ
সহ অজ্ঞাত নামা আরো ৪/৫জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে।
এরা উগ্র,বদমেজাজী, ভূমী দস্যু ও অত্যান্ত খারাপ প্রকৃতীর লোক। তাদের সহিত পূর্ব হইতে কাজী মনির হোসেন এর সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। জমি নিয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে ০৩ টি মামলা চলমান রহিয়াছে। যাহার নং- ১৫৯/২৩, ১০২৬/২১ ও ২৪৩/১৮। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা স্বত্বেও তাহারা বিভিন্ন সময় কাজী মনির হোসেনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। এ সূত্র ধরে, ১৫ অক্টেবর বুধবার রাত্র অনুমান ০৮:২৫ ঘটিকার সময় ইরফান হোসেন, আমানত উল্লাহ,সিজাপ সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র সন্ত্র সজ্জিত হইয়া সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এনায়েতনগর সাকিনে কাজী মনির হোসেন এর বাসার পার্শ্বে নিজ মুদি খানা দোকানের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র সহ দোকানের শাটার ভাঙ্গচুর করিয়া প্রায় ২৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে। এ সময় কাজী মনির হোসেন তাদের বাধা প্রদান করিলে অপরাধী চক্র কাজী মনির হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এ সময় কাজী মনির হোসেন তাদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে অপরাধীরা কাজী মনির হোসেনকে মারধর করার জন্য উদ্যত হয়। এ সময় কাজী মনির হোসেন এর ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে তাঁহারা কাজী মনির হোসেনকে বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলা গুলো তুলিয়া নেওয়ার জন্য হুমকি দিয়ে চলে যায় । এবং যাবার সময় তাহারা আরো বলেন মামলা না তুলে নিলে কাজী মনির হোসেনসহ পরিবারের লোকজনদেরকে সময় সুযোগমত পাইলে খুন করিয়া সকলের লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
সন্ত্রাসী হামলার শিকার হয়ে কাজী মনির হোসেন ও তার পরিবার প্রাণ ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগছে। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ন্যায় বিচারে কাজী মনির হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply