বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমান ক্ষমতায় এসেই ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন:এড. সাখাওয়াত  আড়াইহাজার উপজেলায় অবৈধ ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা  নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা আটক সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে তুলা তৈরির কারখানায় আগুন  মহিলা দলের নেত্রী জাহানারা ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ যে যত বড় ষড়যন্ত্র ও কুক্ষিগত করুক মহানগর বিএনপির নেতৃত্বে নির্বাচন পরিচালনা হবে:এড.টিপু রূপগঞ্জ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্য আটক নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের: ডিসি

জেলা বিএনপির পুরোনো সকল ইউনিট কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলায় বিএনপির সকল ইউনিট কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র।

নির্দেশনায় ৭ দিনের মধ্যে ৫ সদস্যের আহবায়ক কমিটি ৩১ সদস্যে উন্নতি করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী আগামী ৯০ দিনের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করাও নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ্য করেন, ক) নারায়ণগঞ্জ জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদনের ক্ষেত্রে জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ, ১নং যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং যুগগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজীব এর যৌথ স্বাক্ষর থাকতে হবে।

খ) নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটিকে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে উন্নীত করে একটি লিখিত তালিকা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

গ) আগামী ৯০ দিনের মধ্যে জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করতে হবে। চিঠিতে জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের কোন সাইনিং পাওয়ার রাখা হয়নি। যদিও তিনি আহবায়ক কমিটির ৫ নাম্বার সদস্য।

এ বিষয়ে মামুন মাহমুদ বলেন, কেন্দ্র থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি আমি পেয়েছি।

চিঠিতে ৩১ সদস্যের আহবায়ক কমিটি সাত দিনের মধ্যে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই কমিটি করে কেন্দ্রে জমা দেবো ইনশাআল্লাহ।

তিনি আরো জানান, ৩১ সদস্যের কমিটি করার পর বৈঠক ডেকে জেলার বিভিন্ন ইউনিট কমিটিগুলি কিভাবে করা যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

আমি আশা করছি এবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় দল সাংগঠনিক ভাবে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেবে ইনশাআল্লাহ। কারণ এসব কমিটি আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত: গত ২ জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াস উদ্দিনকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।