নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী৷ এর আগে রবিবার সোনারগাঁয়ের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার সমনে থেকৈ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার রুপসা থানার শ্রীফলতলা এলাকার মতিউর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমাকান্তপুর এলাকার আব্দুল হানিফের ছেলে মিজান আলী (২৮)।
পুলিশ জানায়, সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে মাদকদ্রব্য উদ্ধারের সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় আটককৃতদের সন্দেহ হলে তাহাদের চ্যালেঞ্জ করা হয়। তখন তারা পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমরা তোদের আটক করি। অতঃপর তাদের দেহ তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে
Leave a Reply