বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাসে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না, জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  বন্দরে গাঁজা প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারববারি আটক রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  আন্দোলনে গৃহবধূ সুমাইয়ার লাশ ৪ মাস পর কবর থেকে উত্তোলন  সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি নারীসহ ৪ জন আটক নারায়ণগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা আড়াইহাজারের গোপালদী বাজারে ভয়াবহ আগুন  স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  আড়াইহাজারে ইয়াবাসহ একজন আটক

বন্দরে গাঁজা প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারববারি আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দরে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। বুধবার (২০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কার উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো,কুমিল্লা শুয়াগাজী তারাপুর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে মো. হান্নান (৩০) চাঁদপুর মতলবের বড় হলদিয়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. শাহীন (২৫) ও একই এলাকার মৃত আবু সাঈদের ছেলে ডায়মন্ড পাটোয়ারী (৩১)।

তথ্যটি নিশ্চিত করে বন্দর থানায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক সরবারহের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫- ৯২৯৬) সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।