বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাসে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না, জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  বন্দরে গাঁজা প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারববারি আটক রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  আন্দোলনে গৃহবধূ সুমাইয়ার লাশ ৪ মাস পর কবর থেকে উত্তোলন  সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি নারীসহ ৪ জন আটক নারায়ণগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা আড়াইহাজারের গোপালদী বাজারে ভয়াবহ আগুন  স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  আড়াইহাজারে ইয়াবাসহ একজন আটক

জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষে ডিএনডি খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপন কর্মসূচীর আওতায় খাল পরিষ্কারকরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জালকুড়ি ডিএনডি খালের ৫০০ মিটার পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের  শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
মানবিক মূল্যবোধে স্বেচ্ছাসেবী অগ্রগামী ও অগ্রগতি নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক এস এম বিজয় সহ অন্যান্য।
খাল পরিচ্ছন্নতা অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপ-পরিচালক ই আ ম মাসুদ মজুমদার বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে এ খাল পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। সামাজিক সচেতনতায় মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। খাল পরিষ্কার করার পর যাতে আবার দূষিত না হয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর আয়োজনে মানব কল্যাণ পরিষদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বিডি ক্লিনের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছাসেবকগণ পরিষ্কারকরণ কাজে অংশ নেয়। এছাড়াও স্বেচ্ছাসেবকদের উৎসাহ ও উজ্জীবিত করার লক্ষ্যে পাশে থেকে সহযোগীতায় ছিলেন মডেল গ্রুপের মনির হোসেন। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীরা।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।