বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাসে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না, জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  বন্দরে গাঁজা প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারববারি আটক রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  আন্দোলনে গৃহবধূ সুমাইয়ার লাশ ৪ মাস পর কবর থেকে উত্তোলন  সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি নারীসহ ৪ জন আটক নারায়ণগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা আড়াইহাজারের গোপালদী বাজারে ভয়াবহ আগুন  স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  আড়াইহাজারে ইয়াবাসহ একজন আটক

জমি ও স্বামী হারিয়ে মানবেতর জীবন যাপন বিধবার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ :
পৈত্তিক জমি ও স্বামী দুটি হারিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বসবাসরত এক বিধবা মানবেতর জীবন যাপন করছেন।অভিযোগ উঠেছে তার স্বামী মোতালেবের কাছ থেকেপাওয়ারের কথা বলে জমি দখল করে রেখেছেন চাঁদপুর জেলার মতলব উল্টর উপজেলার গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি।

জমিটি রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইফনিয়ণ পরিষদের নিশ্চিন্তপুর এলাকায়। তিনি বর্তমানে ওই চেয়ারম্যানের ভয়ে বসবাস করছেন বন্দর উপজেলার তিনগাও এলাকায়।

জানা গেছে, বিধবা নারী সৈয়দা ফাহমিদার স্বামী মোতালেবের কাছ থেকে ছয় মাসের জন্য জমির পাওয়ার নেয় ওই চেয়ারম্যান। শর্ত ছিল জমি বিক্রি করে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিবে। তবে পাওয়ার নেয়ার পর কোন পাত্তাই দেয়নি মোতালেবকে। চেয়ারম্যানের পিছে ঘুরতে ঘুরতে সে মারা যায়। জমি বসতবাড়ি হারিয়ে পরিবারটি রয়েছে চরম নিরাপত্তহীনতায়। একই সাথে দখলকৃত জমিতে বাড়ি ঘর নির্মান করে মাসে মোটা অংকের টাকা আয় করছেন অভিযুক্ত গৎরা ইফনিয়ণ পরিষদ চেয়ারম্যান হানিফ দর্জি।

এ বিষয়ে গজরা ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান চেয়ারমান হানিফ দর্জি ‘নিউজ ২৪ নারায়ণগঞ্জ’ কে জানান, তার ভাগ্নে সাথে যৌথভাবে জমি কিনে নিয়েছেন। কারো কাছ থেকে কোন পাওয়ার নো হয়নি। রেজিষ্ট্রি করে নেয়া হয়েছে।
এ দিকে অসহায় নারী সৈয়দা ফাহমিদার জানান, তাদের দখলকৃত জমি ফেরত সহ ওই চেয়ারম্যানের বিচার দাবী করেন প্রধানমন্ত্রীর কাছে।

স্থানীয়রা জানান, এই জমির মূল মালিক ফাহমিদার বাবা ডা: আব্দুল ওয়াদুদ। তার মৃত্যুও পর তার সন্তানরা মালিক হয়। সবাই মিলে ফাহমিদার স্বামী মোতালেবকে পাওয়ার দেয়া হয়। আর মোতালিব দেয় চেয়ারম্যানকে। এর চেয়ে বেশী কিছু জানি না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

One response to “জমি ও স্বামী হারিয়ে মানবেতর জীবন যাপন বিধবার”

  1. মো রবিউল সরকার says:

    ওরে তজনতো করে বিচারের আনা হওক ওরজিনিয়া মালিককে তার জায়গা ফিরিয়ে দেওয়া হওক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।