বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার বাসে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না, জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  বন্দরে গাঁজা প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারববারি আটক রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  আন্দোলনে গৃহবধূ সুমাইয়ার লাশ ৪ মাস পর কবর থেকে উত্তোলন  সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি নারীসহ ৪ জন আটক নারায়ণগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা আড়াইহাজারের গোপালদী বাজারে ভয়াবহ আগুন  স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের নাম উল্লেখ্য করে মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় শামীম ওসমানসহ ৩৯৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)।

এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী আল-আমিন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ তার পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), ও শাহ নিজাম (৫৬)সহ ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে অজ্ঞাত আসামি করা হয় ২০০-৩০০ জনকে।

মামলায় উল্লেখ করা হয়, ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেয়ে তার চিকিৎসা করানো হয়। এখনো ভুক্তভোগি চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।