সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আলোচিত ত্বকী হত্যা, আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ গ্রেফতার  সাংবাদিক রবিনের বিরুদ্ধে আনীতো অভিযোগ মিথ্যা প্রমানিত  সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের পিতা ইন্তেকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে বিকেএমইএ সভাপতি হাতেমের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লায় তৃপক্ষীয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এলাকা রনক্ষেত্রে পরিনত ফকির গার্মেন্টসের এক শ্রমিককে ছুরিকাঘাতে খুন বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে সাধারণ ছাত্রজনতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) অংশ গ্রহণ আলোচিত ত্বকী হত্যা, প্রায় ১১ বছর পর তিন আসামী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমেরর সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এর দাঁতভাঙ্গা জবাব দেবো: এড. সাখাওয়াত হোসেন

রূপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জিহাদ (২২) নামের এক তরুন নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে পজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত জোবায়ের চনপাড়া এলাকার ৮ নম্বর গলির মো. জামালের ছেলে৷ জিহাদ স্থানীয় একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে কাজ করতেন। তার স্ত্রী সুমাইয়া সাত মাসের অন্তঃসত্ত্বা বলেন জানান পরিবারের সদস্যরা। নিহতের পিতা জামাল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে, রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে থানার পরিদর্শক জোবায়ের হোসেন জানান, রাতে পুরোনো দ্বন্দ্বের জেরে ওই তরুণকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

তিনি বলেন, ময়না তদন্ত শেষ। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।