শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সিদ্ধিরগঞ্জে কে.সি. নীট লিমিটেডে আগুন.  শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার  রূপগঞ্জে যুব মহিলা লীগের এক নেত্রী আটক রূপগঞ্জে রায়হান হত্যা: এজাহারনামীয় একই পরিবারের ৩ আসামি গ্রেফতার  আড়াইহাজারে পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেঁটে হত্যা, ঘাতক স্বামী আটক ফতুল্লায় ছাত্রজনতার ক্ষোভে আওয়ামীলীগের ৩ জনকে পুলিশে সোপর্দ  রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার  ছোট ভাইয়ের প্রতারণা মামলায় কারাগারে প্রতারক বড় ভাই জহিরুল

বৈষম্য বিরোধী আন্দোলনে তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী তোলারাম  কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷
অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷
নিরব রায়হান ও সাইদুর রহমান’র উপস্থাপনায় এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ।
কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে  দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।