সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আলোচিত ত্বকী হত্যা, আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ গ্রেফতার  সাংবাদিক রবিনের বিরুদ্ধে আনীতো অভিযোগ মিথ্যা প্রমানিত  সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের পিতা ইন্তেকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে বিকেএমইএ সভাপতি হাতেমের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লায় তৃপক্ষীয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এলাকা রনক্ষেত্রে পরিনত ফকির গার্মেন্টসের এক শ্রমিককে ছুরিকাঘাতে খুন বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে সাধারণ ছাত্রজনতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) অংশ গ্রহণ আলোচিত ত্বকী হত্যা, প্রায় ১১ বছর পর তিন আসামী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমেরর সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এর দাঁতভাঙ্গা জবাব দেবো: এড. সাখাওয়াত হোসেন

বৈষম্য বিরোধী আন্দোলনে তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী তোলারাম  কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷
অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷
নিরব রায়হান ও সাইদুর রহমান’র উপস্থাপনায় এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ।
কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে  দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।