মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ কে আজ থেকে চাদাঁবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা দিলেন গিয়াসউদ্দিন নাঃগঞ্জ হাজীগঞ্জে জুলাই শহীদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  রাজীবের বক্তব্যের সমালোচনা, ইসলাম সম্পর্কে আরো স্টাডি করে বক্তব্য দেওয়া উচিত শহীদ আদিলের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নবগঠিত কমিটির যাত্রা শুরু  দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদির মধ্যে একজন ফতুল্লায় গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আসামির মৃত্যু  গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় এক লক্ষ গাছের মাইলফলক স্পর্শ, সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি গড়ার দীপ্ত যাত্রা শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর–ডিসি

বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনানা করে ১৩জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ।

৪ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন পলাতক ছিলো। এসময় শরিফুল ইসলাম (২৪) নামে একজনকে ২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ। আটক শরিফুল ইসলামবেনাপোল ছোটআঁচড়া গ্রামের
আঃ রাজ্জাকের ছেলে।

আটককৃত পরোয়ানা ভূক্ত অন্য আসামীরা হলোঃ
১। মোঃ আনোয়ার ওরফে আনার, পিতা-ইউনুচ আলী, সাং-শিকড়ী, ২। রিয়াজুল ইসলাম (শফি মেম্বার) পিতা-মুন্তাজ আলী মোড়ল, সাং-দক্ষিন বারপোতা, ৩। ওহিদুজ্জামান, পিতা-মৃত জাহান আলী, সাং-মহিষাডাঙ্গা (বারপোতা), ৪। মিসেস অনন্যা, স্বামী-মোঃ সোহেল রানা, সাং-ভবেরবেড় (পূর্বপাড়া), ৫। মোঃ নেওয়াজ শরীফ, পিতা-নওশের হোসেন শাহাদত, হোসেন ফকির, সাং-বারপোতা দক্ষিনপাড়া, ৬। মোঃ জসিম সরর্দার, পিতা-মোঃ আজগর সরদার, সাং-বেনাপোল দিঘীরপাড়, ৭। মোঃ আজগর সরদার, পিতা-মৃত আবদার সরদার, সাং-বেনাপোল দিঘীরপাড়, ৮। মিসেসে রোমেছা পারভীন, স্বামী মোঃ লিয়াকত হোসেন, সাং-ভবেরবেড়, ৯। মোঃ মিকাইল হোসেন, পিতা-মোঃ কামাল হোসেন, সাং-শিকড়ী, ১০। নুরুজ্জামান, পিতা-গোলাম হোসেন, সাং-মহিষাডাঙ্গা, ১১। মোঃ মোস্তাক হোসেন, পিতা-আজগর আলী, সাং-আমড়াখালী, ১২। রিয়াজুল ইসলাম (শফি মেম্বার) মোকলেচুর রহমান, পিতা-সুন্তাজ আলী, সাং-দক্ষিন বারপোতা, সর্ব থানা-বোনপোল পোর্ট, জেলা-যশোর এবং ১৩। মোঃ আলামিন হোসেন (৩০), পিতা-হবিবার রহমান৥হবি, পালক পিতা-মোঃ আমিনুর হোসেন, মাতা-সুফিয়া বেগম, গ্রাম-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এবং গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।