নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাতেম। এসময় তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আসেন তিনি।
তিনি বলেন, প্রেস ক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা ব্যবসায়ী সমাজ সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। মিডিয়াকে স্বাধীনভাবে চলতে না দিলে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হলে গণতন্ত্রের চর্চায় আঘাত লাগে। এতে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, বৈষম্যও দুর হবে না। তাই মিডিয়াকে স্বাধীনভাবে চলতে দিতে করে।
তিনি আরও বলেন, বিগত ১৪ বছর আমাকে জামায়াতের ট্যাগ দিয়ে পেছনে রাখা হয়েছে, এখন আমাকে আওয়ামীলীগের ট্যাগ দিয়ে পেছনে ফেলে রাখার নতুন ষড়যন্ত্র হচ্ছে। যারা এই ষড়যন্ত্র করছেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। বরং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। বিগত সময়ে দেশের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে সর্বদা কাজ করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো। যতদিন দায়িত্বে থাকবো ততদিন ব্যবসায়ী সমাজ ও মিডিয়ার পাশে থাকবো।
হামলার খবর পেয়ে প্রেসক্লাব পরিদর্শনে আসায় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ধন্যবাদ জানান প্রেস ক্লাব কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, আবদুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, প্রেস ক্লাব সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, প্রনব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, হাসান উল রাকিব প্রমুখ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করে পুলিশ।
এদিকে, হামলার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
Leave a Reply