মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হওয়ার কোনো সম্ভাবনা নেই: বাবুল আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ  আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবেই এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি: ডিসি র‍্যাব এবং জেলা প্রশাসনের যৌথ  অভিযানে খানপুর হাসপাতাল থেকে ১৫ জন দালালকে আটক সিদ্ধিরগঞ্জে ৩১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ ২জন ব্যবসায়ী গ্রেপ্তার  শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: ডিসি রূপগঞ্জে শবনম ভিজিটেবল অয়েল মিলস কারখানায় ভয়াবহ আগুন এই শহর আমাদের সবার, তাই শহরটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব: খোরশেদ  আমরা কোনো অন্যায় বা অত্যাচার মেনে নিবো না:অ্যাড. সাখাওয়াত  যদি রাজনীতি না করে ব্যবসা করতাম, আমরাও শিল্পপতি হতে পারতাম: এড. টিপু

নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক, সচেতনতা না হলে রেহাই পাওয়া যাবে না: জেলা প্রশাসক 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতোমধ্যেই হাসপাতালে কিট সরবরাহ করা হয়েছে। তবে কিট দিয়ে একাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সবার সচেতনতা ও নিজের দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখা জরুরি।”

তিনি আরও জানান, এমআরটি-২ লাইন নিয়ে নতুনভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন পরিকল্পনায় মেট্রোরেল নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত থাকবে এবং আগামী সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষ পুনরায় উপস্থাপন করবে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা সংযোগ সড়কের লাইট চুরি নিয়ে জেলা প্রশাসক বলেন, “লিংক রোডে অবস্থিত লাইট চুরি হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিক এবং রাস্তাটিকে আন্তর্জাতিক মানের রাস্তায় রূপান্তরিত করা হোক।”

কালীপূজা উৎসবকে কেন্দ্র করে তিনি বলেন, “সবাই আমাদের স্বাভাবিক অবস্থানে থাকুন। উৎসবকালীন শান্তি ও সহমর্মিতা বজায় রাখতে আপনারা সহযোগিতা করেছেন, যার জন্য কৃতজ্ঞ।

মাদক ও যানজট বিষয়ে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক। সচেতনতা না হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।