বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের  দেশকে ষড়যন্ত্রমুলক ভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মহানগর সেচ্ছাসেবী দলের বিক্ষোভ মিছিল  এতো রক্ত ঝরার পরও যেন আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি: ডিসি আমরা খোঁজ নিচ্ছি কে কোথায় কিভাবে চাঁদাবাজির সাথে জড়িত, মাটির সাথে মিশিয়ে ফেলা হবে: গিয়াসউদ্দিন জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে “মিট দ্যা প্রেস” এর আয়োজন মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ কে আজ থেকে চাদাঁবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা দিলেন গিয়াসউদ্দিন নাঃগঞ্জ হাজীগঞ্জে জুলাই শহীদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  রাজীবের বক্তব্যের সমালোচনা, ইসলাম সম্পর্কে আরো স্টাডি করে বক্তব্য দেওয়া উচিত শহীদ আদিলের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নবগঠিত কমিটির যাত্রা শুরু 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগড়াপাড়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সংগঠক ফারহানা মানিক মুনা, ফারদীন শেখ, জিসান আলম, নিরব রায়হান, আলমগীর হোসাইন, সাইফুল্লাহ শাকিলসহ নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। ফারহানা মানিক তার বক্তব্যে বলেন, ’১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম থেকে ফেরার পথে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে ট্রাক চাপা, ঢাকায় হাসনাত আব্দুল্লার গাড়িতে ধাক্কা, সোনারগাঁয়ে আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের বহন করা গাড়িতে অস্ত্রধারীদের হামলা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা চেষ্টা তা খতিয়ে দেখা জরুরি। ভারতসহ বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে এই ঘটনাগুলোর সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। তিনটি ঘটনারই আমরা দ্রুত তদন্ত এবং বিচার দেখতে চাই। রোববার রাতে অস্ত্রধারীরা আরিফ সোহেলকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছে। যারা এই হামলা করেছে তারা কারা, তাদের মদদদাতা কারা, কার কোন রাজনৈতিক পরিচয় সবই আমাদের জানাতে হবে।’

তার আগে সাংগঠনিক কাজে বান্দরবানের লামায় যাওয়ার পথে রোববার দিবাগত রাত দুইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িটি হামলার শিকার হয়। এসময় গাড়িতে থাকা ছাত্রনেতাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেয়া হয়েছে বলে ছাত্র নেতারা জানিয়েছেন।

হামলার শিকার গাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেলসহ আটজন ছাত্রনেতা ছিলেন।

বৈষম্যবিরোধী নেতারাদের গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে দাবি করে আসছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।