মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ কে আজ থেকে চাদাঁবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা দিলেন গিয়াসউদ্দিন নাঃগঞ্জ হাজীগঞ্জে জুলাই শহীদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  রাজীবের বক্তব্যের সমালোচনা, ইসলাম সম্পর্কে আরো স্টাডি করে বক্তব্য দেওয়া উচিত শহীদ আদিলের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নবগঠিত কমিটির যাত্রা শুরু  দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদির মধ্যে একজন ফতুল্লায় গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আসামির মৃত্যু  গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় এক লক্ষ গাছের মাইলফলক স্পর্শ, সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি গড়ার দীপ্ত যাত্রা শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর–ডিসি

এই উৎসবকে প্রাণবন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে ঘিরে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আনসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে শহরজুড়ে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে শহর পরিদর্শন শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “হাজার বছর ধরে আমরা বাংলা নববর্ষ পালন করে আসছি। বাঙালির সংস্কৃতি কোনোভাবেই হারিয়ে যেনো না যায়, সে জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, আনসার—সবাই মিলে প্রস্তুতি চূড়ান্ত করেছি। আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের র‌্যালি বের হবে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মেলার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, “এই উৎসবকে প্রাণবন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে। চাষাঢ়া এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “নববর্ষ বাঙালির একটি বিশেষ অনুষ্ঠান। তাই আমরা এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শহরজুড়ে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে।”

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “আমরা শহরে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সাইবার মনিটরিংও চলছে। এখন পর্যন্ত নববর্ষ ঘিরে কোনো ধরনের হুমকি নেই। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উৎসবটি সুন্দরভাবে উদযাপন করতে কাজ করছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।