শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর হত্যার প্রতিবাদের মানববন্ধন বন্দরে পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতির ঘটনায় নরসিংদী থেকে ডাকাত রুবেল গ্রেপ্তার  সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ফতুল্লায় মাসব্যাপী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক আসামীকে বরিশাল থেকে গ্রেপ্তার  ফতুল্লায় পাভেল হত্যা, মূল আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে আগুনে পুড় ৩ টিকে দোকান সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার  হোটেল বয় থেকে কোটি টাকার মালিক সাইজদ্দিন মাতাবর দীর্ঘ ২১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম গ্রেপ্তার  এক ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত

আন্তর্জাতিক লেখক দিবসে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর দিনব্যাপি অয়োজন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব সংবাদদাতা: “শান্তির পৃথিবী চাই-সাম্য ন্যায়ের স্বদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ৩১ ডিসেম্বর এয়োবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে দিনব্যপি (চারটি পর্বে) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লেখক সন্মেলন-২০২৪।

সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় পরীক্ষণ হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম পর্ব সকাল ১০ টায় বাংলাদেশ লেখক সন্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- কবি হালিম আজাদ। এ পর্বের সভাপতিত্ব করেন- কবি শফিকুল ইসলাম আরজু। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি বাপ্পি সাহা, কবি নাসিম আফজাল। ও-ই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছড়াকার ইউসুফ আলী এটম, কবি সাগর আসগর, কবি ও নাট্য অভিনেতা এ. বি. এম. সোহেল রশিদ ও কবি আল আশরাফ বিন্দু।

দ্বিতীয় পর্ব সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন- কবি শাহ মোহাম্মদ সানাউল হক, আলোচক ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি রইস মুকুল, স্বাগত বক্তব্য রাখেন- কবি মোহাম্মদ আল মনির। সেমিনার পর্বের সভাপতিত্ব করেন- কবি ফরিদুল মাইয়ান।

কবি রণজিৎ মোদক’র সভাপতিত্বে তৃতীয় পর্বে আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠ। কবিকন্ঠে কবিতা পাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- কবি মাহমুদুল হাসান নিজামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি সালাম জুবায়ের, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি আল হাফিজ, কবি কবির হুমায়ুন, কবি আশ্রাফ আলী উজ্জ্বল, পুঁথি পাঠ করেন- জালাল খান ইউসুফী।

কবি আনিসুল হক’র সভাপতিত্বে সমাপনী পর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, কবি মাহমুদুল হাসান, কবি জাহাঙ্গীর হোসেন, কবি নাসিমা শিউলিম। দিনব্যাপি এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- কবি রাজলক্ষী ও কবি মাকসুদা ইয়াসমিন।

বাংলাদেশ লেখক সন্মেলনের এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ বরেণ্য অনেক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।