নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব সংবাদদাতা: “শান্তির পৃথিবী চাই-সাম্য ন্যায়ের স্বদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব ঘোষিত ৩১ ডিসেম্বর এয়োবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে দিনব্যপি (চারটি পর্বে) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লেখক সন্মেলন-২০২৪।
সোমবার (৩০ ডিসেম্বর) নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় পরীক্ষণ হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম পর্ব সকাল ১০ টায় বাংলাদেশ লেখক সন্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- কবি হালিম আজাদ। এ পর্বের সভাপতিত্ব করেন- কবি শফিকুল ইসলাম আরজু। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি বাপ্পি সাহা, কবি নাসিম আফজাল। ও-ই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছড়াকার ইউসুফ আলী এটম, কবি সাগর আসগর, কবি ও নাট্য অভিনেতা এ. বি. এম. সোহেল রশিদ ও কবি আল আশরাফ বিন্দু।
দ্বিতীয় পর্ব সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন- কবি শাহ মোহাম্মদ সানাউল হক, আলোচক ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কবি রইস মুকুল, স্বাগত বক্তব্য রাখেন- কবি মোহাম্মদ আল মনির। সেমিনার পর্বের সভাপতিত্ব করেন- কবি ফরিদুল মাইয়ান।
কবি রণজিৎ মোদক’র সভাপতিত্বে তৃতীয় পর্বে আয়োজিত হয় স্বরচিত কবিতা পাঠ। কবিকন্ঠে কবিতা পাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- কবি মাহমুদুল হাসান নিজামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি সালাম জুবায়ের, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি আল হাফিজ, কবি কবির হুমায়ুন, কবি আশ্রাফ আলী উজ্জ্বল, পুঁথি পাঠ করেন- জালাল খান ইউসুফী।
কবি আনিসুল হক’র সভাপতিত্বে সমাপনী পর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদুজ্জামান, কবি ইউসুফ রেজা, কবি মাহমুদুল হাসান, কবি জাহাঙ্গীর হোসেন, কবি নাসিমা শিউলিম। দিনব্যাপি এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- কবি রাজলক্ষী ও কবি মাকসুদা ইয়াসমিন।
বাংলাদেশ লেখক সন্মেলনের এ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ বরেণ্য অনেক লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।