রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ

সোনারগাঁয়ে ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ মাদক কারবারিদের গেপ্তার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তাররা হলো- মো. জহির (২১), মো. তামিম মোল্লা (১৯) ও মো. জাকারিয়া (২১)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি টাটা সিংগেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।