বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হযরত আলী (আঃ) এর শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত  নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে আজ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: মুহাম্মদ গিয়াসউদ্দিন  আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না: হাসনাত আবদুল্লাহ  পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে যুবককে হত্যা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহিদুল ইসলাম মিঞা ডিসি বদলী হওয়ায় বহু দূর্নীতি অপকর্মের মূল হোতা সিকদার নাজির হতে মরিয়া, কে এই সিকদার  আমরা পরিদর্শনে এসে খুব ইমপ্রেস হয়েছি: ইউরোপিয়ান রাষ্ট্রদূত  সোনারগাঁয়ে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১), তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় রবিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আহত রবিন জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশে যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুইজন পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শুভ ও ইমনের মৃত্যু হয়।

নিহতদের ছাত্রদলের কর্মী হিসেবে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, “ইমন ও শুভ ছাত্রদলের নিবেদিত কর্মী ছিল। তারা আমার সাথেই রাজনীতি করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরা ট্রাক চালকের কঠোর শাস্তির দাবি জানাই।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠায়। তবে তাদের মৃত্যুর ঘটনা আমাদের পৌঁছানোর আগেই ঘটে।

থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।