শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,

রূপগঞ্জে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল লেক থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা (১৮)। মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সুজানা ঢাকার ভাসানটেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এর আগে সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এ সময় লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।