বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে নারী ব্লাকমেইলার রিংকির ফাঁদ অপহরন করে মুক্তিপণ আদায়,গ্রেপ্তার-৬ তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর মতবিনিময় সভা নাঃগঞ্জ আদলতে বাদী লিটনের উপর বিবাদী সিরাজ, ইয়াসমিন, সালফারাজ গংদের সন্ত্রাসী হামলা ফতুল্লায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে সেচ্ছাসেবকদল ও ছাত্রদল উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, আহত -২০  জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে: ডিসি  আড়াইহাজারে একই রাতে ৪টি স্থানে ডাকাতি সোনারগাঁয়ে ব্রক্ষপুত্র নদ থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার  ফতুল্লায় তালাবদ্ধ ঘড় থেক অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড 

রাজনীতির ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর আর নেই

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮২ বছর। শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিয়া চৌধুরীর মৃত্যু হয় বলে তার সাবেক একান্ত সচিব মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

মতিয়া চৌধুরী যখন সংসদ উপনেতা ছিলেন, তখন তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কর্মকর্তা শাহজালাল। মতিয়া চৌধুরীর পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার।

শাহজালাল জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ মতিয়া চৌধুরী সপ্তাহখানেক আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী ১৯৯৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেওয়া হয়।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে মতিয়া চৌধুরীর জন্ম। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৬৪ সালে সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

ইডেন কলেজে পড়ার সময় বাম ধারার ছাত্র রাজনীতিতে জড়ান মতিয়া। ১৯৬১-৬২ মেয়াদে তিনি ছিলেন ইডেন কলেজ ছাত্রী সংসদের ভিপি। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার আন্দোলনে জোরালো ভূমিকা ছিল মতিয়া চৌধুরীর। তখনকার পাকিস্তানি শাসকের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তৃার জন্য তাকে ‘অগ্নিকন্যা’বলা হত।

১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন মতিয়া। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি আহতদের শুশ্রুষায় নিজেকে নিবেদিত করেন।

পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়া মতিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।

সর্বশেষ তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।