শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর হত্যার প্রতিবাদের মানববন্ধন বন্দরে পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতির ঘটনায় নরসিংদী থেকে ডাকাত রুবেল গ্রেপ্তার  সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ফতুল্লায় মাসব্যাপী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক আসামীকে বরিশাল থেকে গ্রেপ্তার  ফতুল্লায় পাভেল হত্যা, মূল আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে আগুনে পুড় ৩ টিকে দোকান সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার  হোটেল বয় থেকে কোটি টাকার মালিক সাইজদ্দিন মাতাবর দীর্ঘ ২১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম গ্রেপ্তার  এক ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত

ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হত্যার ঘটনায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী আলী হোসেনকে হত্যার ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খানের সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত হাসমত উল্লাহর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড়ের আনোয়ার বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে, নিহত আলী হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে ছিলেন এবং ফতুল্লার ভূঁইগড় বাজারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেন যখন ডিউটিতে ছিলেন, তখন আব্দুল মতিন তাকে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।