নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর আইন কলেজ সংলগ্ন হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন- মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ ম৯্রহানগর বিএনপি’র পক্ষ হতে বিভিন্ন অনুষ্ঠান সূচী নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান তত্বাবধায়ক সরকার থাকাকালীণ কিভাবে দলের ভাবমূর্তি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেও উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়। এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, ফতেহ রেজা রিপন, এড. রফিক আহমেদ, মনির খান, আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মুজিবুর রহমান, বরকত উল্লাহ বুলু, ফারুক আহমেদ রিপন, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহীন আহমেদ, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি নেতা হারুন শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান সুমন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
Leave a Reply