রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ

বন্দরে পলিথিনের গোডাউনে যুবকের লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পুরাতন পলিথিন গোডাউন থেকে জনি (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) বিকেলে বন্দরের এনসিসির ২৬ নম্বর ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় একটি পুরাতন পলিথিন গোডাউন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক হলেন, পাশ্ববর্তী বাগবাড়ি এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে জনি।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় জনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। পরদিন শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী এলাকার সেলিমের গোডাউনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জনির পরিবারকে খবর দেয়।খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বন্দর থানার এসআই মোতালিব গণমাধ্যমকে বলেন, ‘গোডাউনের ভিতরে সারি সারি পলিথিনের বস্তার ফাঁকে জনির লাশ মাথা নিচে, পা উপরে অবস্থায় পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।