নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্প এলাকা বিসিকে বেতন ভাতার দাবীতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার বিসিক এলাকায় ক্রোণী এপ্যারেলসের সামনে এ ঘটনা ঘটে।
বিনা নোটিশে বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেয়ায় অবন্তী ও ক্রোণী গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখে।
এসময় ক্রোণীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়েছে। শ্রমিকদের সাথে সেনাবাহিনী ও শিল্প পুলিশরে কর্মকর্তারা আলোচনা করছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ক্রোণী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন যাবতই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশের ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।
Leave a Reply