নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
মোঃ মিঠুন মিয়া:
নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নাসিক ১০ নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় বিকেলে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নাসিক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ্ব কাজী আমির এর উদ্দ্যােগে এই মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
এসময় দোয়ার অংশ গ্রহন করে সকলের মাঝে তোবারক বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর সুযোগ্যপুত্র আলহাজ্ব আজমেরী ওসমান।
এসময় দোয়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ও ওসমান পরিবারের জন্য দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন – মোঃ নাসির, মোঃ আলমগীর, মোঃ জুয়াদ শাকিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ এপ্রিল চিকিৎসার জন্য নাসিম ওসমানকে ভারতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে চিকিৎসা নেওয়ার পর তিনি দেরাদুন যান। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৩০ এপ্রিল, ২০১৪ সালে মারা যান।
Leave a Reply