মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জনেজন নাট্য সম্প্রদায়ের ২৫/২৬ ইং সালের কমিটি গঠিত সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন – ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার  রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস  ফতুল্লায় তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক  সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত খানপুর হাসপাতাল থেকে দুই দালাল আটক বন্দরে পরকীয়ার সন্দেহে হত্যাকাণ্ড, মামলা দায়ের  সোনারগাঁয়ে ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার 

খানপুর হাসপাতাল থেকে দুই দালাল আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য, রোগীদের বিভ্রান্তকরণ, হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ মে) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ মেজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে।

পূর্বে সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের যেকোনো প্রকার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, অভিযুক্ত খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫) এবং নগরীর গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২ সরকারি আদেশ অমান্য করে সেখানে সক্রিয় ছিলেন।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই দুই আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ মেজিস্ট্রেট।

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন বলেন, “সরকারি আদেশ অমান্য করে যারা সাধারণ রোগীদের হয়রানি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো প্রকার অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।