বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল। সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদ্রাসায় যুবদল নেতা অপুর উদ্যােগে দোয়া মাহফিল বন্দরে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা 

গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এম্পায়ার বালুর মাঠে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, মোঃ মোতালেব হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, হারুন অর রশিদ মিঠু, জাসাসের সভাপতি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলিনুর বেপারী প্রমুখ।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই বগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।