বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী আলআমিনের উপর হামলার চেষ্টা, আহত ২ আপনাদের সমর্থন ছাড়া আমি এক কদমও এগোতে পারতাম না: গিয়াসউদ্দিন  মনোনয়ন বৈধ ঘোষণার পর আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে: মাকসুদ হোসেন  গণভোট হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত: ডিসি সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে বেকারিকে এক লাখ টাকা জরিমানা চাষাড়ায় বাবুর্চি রায়হান হত্যার মূল আসামী রাজ্জাকের চার সহযোগী গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম ছাত্রলীগ সন্দেহে যুবককে আটকে আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, তারাব’বাসী আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে:দিপু ভূইয়া সন্ত্রাসী গ্রেপ্তারের নামে ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার আমরা চাই: মুফতি কাসেমী 

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এ দুর্গোৎসব সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কা নেই জানিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হবে বলেও আশ্বস্ত করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “বিগত বছরের চেয়ে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করে সকল ধর্মের মানুষ যেন এখানে কাজ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পূজা মণ্ডপগুলোত সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, “মণ্ডপ তৈরির শুরুর দিন থেকে ২৪ ঘন্টার জন্যই নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবী রাখবে কমিটির লোকজন এবং ২৪ সেপ্টেম্বর থেকে উৎসব শেষ না হওয়া পর্যন্ত পুলিশ, আনসার ও নারী স্বেচ্ছাসেবী থাকবে মণ্ডপে।”

সারাদেশে প্রায় ৩৩ হাজারের মতো পূজামণ্ডপ রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতি মণ্ডপে সরকারি অনুদান দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন “পূজা মণ্ডপের সামনে দোকান থাকতে পারবে কিন্তু মেলা থাকবে না। আর যে দোকানগুলো বসবে তারা জেলা প্রশাসন ও পূজা কমিটির সাথে কথা বলে বসবে।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন, ৬২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সালাউদ্দিন চৌধুরী, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।