বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর  রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা:অভিযুক্ত রাসেলকে হবিগঞ্জের থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১লক্ষ্য বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জে পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভী দুইদিনের রিমান্ডে  নারায়ণগঞ্জে নাসির শেখ হত্যা মামলার আসামি শাহআলম গ্রেপ্তার  পবিত্র আশুরায় ইয়া হোসেন,হায় হোসাইন এ মুখরিত  আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়: মামুন মাহমুদ  বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে:সাখাওয়াত 

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা:অভিযুক্ত রাসেলকে হবিগঞ্জের থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর অভিযুক্ত রাসেল ফকিরকে (২৫) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৮ জুলাই) রাতে র‍্যাবের একটি চৌকস দল তাকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে আটক করে।

স্থানীয় ও গণমাধ্যমের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১০ জুন মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু তার নিজস্ব লোকজনকে নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় মামুন ভূঁইয়া (৩৫) নামে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভূঁইয়া রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় (রূপগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১০ জুন, ২০২৫, ধারা- ১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০)।

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ফকিরকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত রাসেল ফকিরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।