নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর অভিযুক্ত রাসেল ফকিরকে (২৫) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৮ জুলাই) রাতে র্যাবের একটি চৌকস দল তাকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে আটক করে।
স্থানীয় ও গণমাধ্যমের বরাত দিয়ে র্যাব জানায়, গত ১০ জুন মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু তার নিজস্ব লোকজনকে নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় মামুন ভূঁইয়া (৩৫) নামে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভূঁইয়া রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় (রূপগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১০ জুন, ২০২৫, ধারা- ১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০)।
র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ফকিরকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত রাসেল ফকিরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।