নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগসহ কয়েকটি গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি চিড়ার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০) ও ইয়াসির আরাফাত (২০) এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারের সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।
মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, “ঘটনাটি সত্য। আসামিদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে
Leave a Reply