নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।
প্রধান অতিথির বক্তব্যে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন,”আমি যেহেতু জাসাসে দায়িত্বে রয়েছি, তাই জাসাসের কথাই বলব। জাসাসে কোনো চাঁদাবাজ বা ধান্দাবাজের স্থান হয়নি, ভবিষ্যতেও হবে না। গোগনগর ও আলীরটেক ইউনিয়নে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যাদের কোনো পদ-পদবী না থাকায় তারা রাগ-অভিমান করে ঘরে বসে আছেন। আমি চাই, তারা সক্রিয়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত হোন।”
তিনি আরও বলেন,”১৯৯১ সালে কমান্ডার সিরাজ সাহেবকে নিয়ে গোগনগরের নির্বাচনে কাজ করেছি এবং সবসময় আপনাদের পাশে ছিলাম। কদমতলী ও শহীদনগর ব্রিজ নির্মাণেও আমার ভূমিকা রয়েছে, যার ফলে আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে।”
তিনি বলেন, “বিএনপির অনেক নেতাকর্মীর বাড়ির দারোয়ান, কাজের বুয়ারাও এখন পদ-পদবী পাচ্ছে, কিন্তু প্রকৃত ত্যাগীরা সুযোগ পাচ্ছে না। আমি চাই, জাসাসের মাধ্যমে ত্যাগী কর্মীরা যথাযথ মূল্যায়ন পাক এবং সংগঠন আরও শক্তিশালী হোক। তবে, অন্য কোনো দলের লোক যেন অনুপ্রবেশ করতে না পারে এবং কোনো চাঁদাবাজ বা ধান্দাবাজ যেন সংগঠনে জায়গা না পায়, সেটি নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জাসাস সভাপতি মো. স্বপন চৌধুরী বলেন, “আমরা জাসাস সংগঠনের সঙ্গে যুক্ত, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিএনপির নয়টি সহযোগী সংগঠনের মধ্যে জাসাসের স্থান চতুর্থ। এটি আমাদের জন্য সৌভাগ্যের, কারণ আমাদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আনিসুল ইসলাম সানি ভাই, যিনি সারাদেশে তিনজন শীর্ষ নেতার একজন।”
তিনি আরও বলেন, “আমি ছাত্রদলের রাজনীতিতে হাতেখড়ি নিয়েছি এড. সরকার হুমায়ন কবীর ভাইয়ের কাছ থেকে এবং পরে যুবদলে কাজ করেছি। ১৯৮৭ সালের শেষের দিকে সানি ভাইয়ের ছত্রছায়ায় এসে জাসাসের রাজনীতি শুরু করি। জাসাস করে আমি অর্থ ছাড়াও অনেক কিছু অর্জন করেছি, কারণ আমাদের নেতা অর্থের পেছনে নয়, জনগণ, সমাজ ও দেশের কল্যাণের চিন্তা করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা জাসাস সভাপতি কবীর শিকদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুম।
উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. সরকার হুমায়ন কবীর, জেলা জাসাস সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীন, সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন মিয়াজী প্রমুখ।
Leave a Reply