সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ইতিহাসে নৃশংস সাত খুনের আজ ১১ বছর পূর্ণ হলো সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবক আটক রূপগঞ্জে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন সোনারগাঁয়ে ছেলে-মেয়েদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখমে অভিযোগ  বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২ নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সিদ্ধিরগঞ্জে কে.সি. নীট লিমিটেডে আগুন.  শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার  রূপগঞ্জে যুব মহিলা লীগের এক নেত্রী আটক

চার সপ্তাহের মধ্যে সারা দেশের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

চার সপ্তাহের মধ্যে সারা দেশের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তলব করেছেন উচ্চ আদালত। আগামী ১৭ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার ব্যাখ্যা দিতে এই নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সম্পূরক আবেদনে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার আদেশ বাস্তবায়ন করে আগামী ১৭ মার্চ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন একই বেঞ্চ। আদালতে সংশ্লিষ্ট রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিদ মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তারা জানান, এর আগে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার এবং নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার ইউএনও আদালতে হাজির হন।

এর আগে হাইকোর্ট গত ২৯ জানুয়ারি অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেন। সেই সঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার ইউএনওকেও তলব করা হয়।

আদালত থেকে বের হওয়ার পর আইনজীবী মনজিল মোরসেদ জানান, সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করে। আদালত রিট পিটিশন শুনানি শেষে আদালত ২০২২ সালের ১৩ নভেম্বর বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৮ নভেম্বর প্রতিটি বিভাগের বিভাগীয় কমিশনারদের অবৈধ ইটভাটা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ পাওয়ার পর বিভাগীয় কমিশনার আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং ওই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আগের বন্ধকৃত ইটভাটাগুলোর নাম ফের বন্ধকৃত ইটভাটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং সব অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার এবং নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে এ ব্যাখ্যা দেওয়ার জন্য এইচআরপিবির পক্ষে আদালতে একটি সম্পূরক আবেদন করা হয়। যার ওপর শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।