বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাঃগঞ্জ জেলা নাজির কামরুল ইসলামের চাচা বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন আর নেই আওয়ামীলীগ অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে,আপনারা জনগণের পাশে দাঁড়াবেন:এড.টিপু ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের কাজী মাসুদ ও সদর থানার জুয়েলের নেতৃত্বে কর্মী সম্মেলনে যোগদান আওয়ামীলীগের মতো নিজে কুলষিত না হই এবং কাউকে কুলষিত না করি: এড.টিপু পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত রূপগঞ্জ মধুখালির সার্ভেয়ার ফন্দিবাজ মুক্তারের অত্যাচারের হাত থেকে এলাকাবাসী মুক্তি চায় ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে-বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী পারভীন আক্তার আওয়ামীলীগের খোলস পাল্টে মাদক সম্রাট লিখন এখন যুবদল কর্মী জিয়াউর রহমান বেচেঁ থাকলে শেখ হাসিনার মতো খুনি, ফ্যাসিস্ট জন্ম হতো ন: এড.টিপু জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না: সানি

আওয়ামীলীগের মতো নিজে কুলষিত না হই এবং কাউকে কুলষিত না করি: এড.টিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে এবং মানুষের মনকে উৎফুল্ল রাখে। আমরা চাই আদালত প্রাঙ্গণে মানুষ ন্যায় বিচার ও সঠিক বিচার পাক। যারা অর্থের অভাবে বিচার পাচ্ছে না, তাদের জেলা আইনজীবী সমিতি থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উদ্যেগে, সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২৫ উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন,খেলাধুলা গণতন্ত্রের একটি ধারা। বাংলাদেশের গণতন্ত্রকে কলুষিত করেছে, খেলাধুলা তো দূরের কথা, আমরা একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কতাই বলতে পারতাম না।আইনজীবীদের কল্যাণে বর্তমান আইনজীবী সমিতি যা যা করা লাগে তাঁরা সেটা করবে।আইনজীবী সমিতি যে আয়োজন করেছে, আমরা যাতে আমাদের কর্মকান্ডে আওয়ামী লীগের মতো যাতে নিজে কুলষিত না হই এবং কাউকে কুলষিত না করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।