নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দরে সড়ক দুর্ঘটনায় একজন অটো রিক্সা চালক নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বন্দর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর থেকে মদনগঞ্জগামী ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
নিহত অটো রিক্সা চালকের নাম আসাদ। সে বন্দরের চৌধুরীবাড়ি এলাকার আমীর হোসেনের ছেলে। এসময় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply