বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাঃগঞ্জ জেলা নাজির কামরুল ইসলামের চাচা বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন আর নেই আওয়ামীলীগ অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে,আপনারা জনগণের পাশে দাঁড়াবেন:এড.টিপু ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের কাজী মাসুদ ও সদর থানার জুয়েলের নেতৃত্বে কর্মী সম্মেলনে যোগদান আওয়ামীলীগের মতো নিজে কুলষিত না হই এবং কাউকে কুলষিত না করি: এড.টিপু পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত রূপগঞ্জ মধুখালির সার্ভেয়ার ফন্দিবাজ মুক্তারের অত্যাচারের হাত থেকে এলাকাবাসী মুক্তি চায় ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে-বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী পারভীন আক্তার আওয়ামীলীগের খোলস পাল্টে মাদক সম্রাট লিখন এখন যুবদল কর্মী জিয়াউর রহমান বেচেঁ থাকলে শেখ হাসিনার মতো খুনি, ফ্যাসিস্ট জন্ম হতো ন: এড.টিপু জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না: সানি

আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না: হাসনাত আবদুল্লাহ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমোদের স্বপ্ন ছিল ৫ আগস্টের পর আমাদের ইতিবাচক পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখছি কামার, কুমার, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি রিকশাচালক, শ্রমজীবী, পেশাজীবী মানুষ তাদের অভ্যুত্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা যে অবস্থায় ছিল, সেই অবস্থায় রয়েছে।

আমরা যখন সিএনজিওয়ালাদের সঙ্গে কথা বলে তখন শুনি তাদেরকে চাঁদা দিয়ে রাস্তায় সিএনজি চালাতে হয়। টেম্পুওয়ালা যারা, স্ট্যান্ডে টেম্পু নামাতে হলে স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। ব্যবসায়ীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ এখনো মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে। ৫ আগস্টের পর পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ। আমরা চেয়েছিলাম জনতার পুলিশ ক্ষমতার কাঠামো ভেঙে জনতার কাতারে নেমে আসবে। কিন্তু দেখছি মামলা বাণিজ্য। মামলা দিয়ে এই দেশে ব্যবসার নতুন একটা উপলক্ষ্য তৈরি করা হয়ছে। আমরা ৫ আগস্টের পর যে স্বপ্ন দেখেছি তা দিন দিন স্থিত হতে যাচ্ছে। এই স্বপ্ন দিন দিন আশাহত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই আমাদের প্রোক্লেমেশন রেজুলেশনে সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। এই রেজুলেশনে আমাদের নাগরিক অধিকার দিয়ে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ গত ১৫ বছর যে শাসন ব্যবস্থা প্রণয়ন করছে, কায়েম করছে, সে শাসন ব্যবস্থা হলো আইয়ামে জাহেলিয়া। এই আইয়ামে জাহেলিয়ায় আমরা মানুষ হিসেবে স্বীকৃত ছিলাম না। আমরা নাগরিক হিসাবে স্বীকৃত ছিলাম না। এ আইয়ামে জাহেলিয়ার সময় এই নারায়ণগঞ্জ ছিল শামীম ওসমানের, সেলিম ওসমানের নারায়ণগঞ্জ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান নায্য হিস্যা রয়েছে। এখানে কোনো ব্যক্তির ইতিহাস হিস্যা রাখবেন না। এদেশ কারো বাবার পেতৃক সম্পত্তি না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। সুতরাং যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজ করছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই। ২৪ পরবর্তী বাংলাদেশ আপনাদের কম্প্রোমাইজ পলিটিক্সকে আমরা নির্বাসনের ব্যবস্থা করব। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনবেন। আমাদের লাশের ওপর দিয়ে তাদের রাজনীতিতে ফিরে আসতে হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে হয় ছাত্র নাগরিক থাকবে না হয় আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, শাপলা চত্বরের বিচার নিশ্চিত করত হবে। আমরা বিগত ৩টা ইলেকশনে ভোট দিতে পারিনি। আবার যারা ভোট দিয়েছে ১০টি দিয়েছে। তারা দিনের ভোট রাতে দিয়েছে। এই যে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে, তার জন্য অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, শওকত আলী, তামিম আহমেদ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।