শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,

বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি নেতা জাকির খানের নিদের্শনায় বিশাল র‌্যালি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের নিদের্শনায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিজয় র‌্যালিতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হলে র‌্যালিটি জনসমুদ্রে পরিনত।

সোমবার (১৬ ডিসেম্বর)বেলা ১১টায় শহরের ২নং রেলগেইট এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশাল বিজয় র‌্যালি করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সমর্থকরা। এ সময় শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও জাকির খানের মুক্তি দাবিতে স্লোগান দেয়া হয়।

এ সময় মহানগর বিএনপি ব্যানারে বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের জেলার আহ্বায়ক মোহা সলিমউল্লাহ করিম সেলিম, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, এস এম হোসেন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মৎসজীবী দল, আমিনুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দল এরশাদ আহম্মেদ,রিপন,রাশিদ,ফরিদ আহম্মেদ,সেন্টু আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকারসহ আরো অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।