নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে।এর আগে সোমবার দুপুর ২ টায় সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকৈ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, বরগুনার আমতলী থানার চাওরা লেদা এলাকার জসিম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (২২) ও একই এলাকার মৃত ধলু গাজীর ছেলে মোঃ হাসান গাজী (৩০)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।
পুলিশ জানায়, ‘মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী ‘এশিয়া এয়ারকন পরিবহন’ নামের একটি যাত্রাবাহী বাস মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে পৌছাইলে আটককৃতরা পালানোর চেষ্টা করে। তখন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমরা তাদের আটক করি। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে, উক্ত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। আটককৃতের নামে এর আগেও আরও মাদক মামলা আছে।’
Leave a Reply