নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বিদ্যুতের ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, সদর মডেল থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
এর আগে রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ১৬-১৭ জনের ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়। এসময় সকলের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা।
কিল্লারপুল বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা রাসেল নামে একজন জানান, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। দেয়াল টপকে প্রথম ৮ জন ও পরে মোট ১৬-১৭ জনের ডাকাত দল প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সকলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়। পরে ট্রাকে করে একটি ট্রান্সমিটার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।
তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করা হচ্ছে ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো। এখানে একটি পুরাতন ট্রান্সমিটার নিয়ে গেছে। কেউ হতাহত নেই। গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে। আপনারা কোথায় এমন বিদ্যুতের তার বিক্রি করতে দেখা মাত্রই আমাদের অবগত করবেন। যাতে করে ডাকাতদের আইনের আওতায় আনা সহজ হয় আমাদের জন্য।
Leave a Reply