শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সেই হীরু আলমের যাবজ্জীবন কারাদণ্ড  যারা দলের নাম খারাপ করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান: এড. সাখাওয়াত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিদ্ধিরগঞ্জে গলাকাটা লাশের পরিচয় শনাক্ত,  অটোরিকশাচালক শাকিল  ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী বন্দরে ৫০ কেজি গাঁজাসহ বাদশা গ্রেপ্তার, মাদক বহনকৃত পিকআপ গাড়ী জব্দ নারায়ণগঞ্জে বিভিন্ন অভিযোগে ২৭ যানবাহন জব্দ, লাখ টাকা জরিমানা  সিভিল সার্জনকে আদালতের ভৎসনা  সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার বাসে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হচ্ছে না, জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ 

টিপুর দেওয়া হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন মুকুল ও আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি (বহিষ্কৃত) আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান আদলত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মুকুল ও আশা ছাড়াও এই মামলায় ১০ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন এই মামলার অপর পাঁচ আসামি- সৌরভ, রাজীব, মোস্তাক, জাকির হোসেন ও রাসেল।

আদালত সূত্রে জানা যায়, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন মুকুল ও আশাসহ এই মামলার সাত আসামি। আগাম জামিনের মেয়াদ শেষ হলে তারা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। বেলা সাড়ে বারোটায় আদালতে শুনানি শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে শুনানি চলে। পরে আদালত ৭ জন আসামিকেই ১০ হাজার বন্ডের বিপরীতে এই মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এদিকে, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও তার ভাতিজা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার জামিন শুনানি নিয়ে আদালতপাড়ায় সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বাদী ও আসামির পক্ষে কয়েকশ’ লোকজন আদালতপাড়ায় ভিড় করেন। জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের টহল দেখা যায়। যদিও, এ নিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

জামিন পাওয়ার পর আবুল কাউসার আশা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এক বক্তব্যে বলেন, ‘বন্দর ও সদর থানাসহ অনেক থানায় বিএনপির নাম ব্যবহার করে কিছু নেতা চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে অভিযোগও দেওয়া হয়েছে। যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা আওয়ামী আদর্শ লালন-পালন করেন তাদের দ্বারা আমাদের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের অনেকের বিরুদ্ধে ৫ তারিখের পরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমাদের জন্য দাঁড়িয়ে যারা লড়াই করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই।’

তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আশা বলেন, ‘লাশের উপর দাঁড়িয়ে কাউকে নগ্ন নৃত্য করার অনুমতি আমরা দিবো না। আর একটা মিথ্যা মামলা যদি করা হয়, এবং আমাদের কর্মীদের গায়ে হাত তোলার দুঃসাহস যারা করবে, তাদের নারায়ণগঞ্জের মাটিতে থাকতে দেওয়া হবে না।’

এর আগে গত ৬ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জর বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় হামলার শিকার হন বিএনপি নেতা আবু আল ইউসুফ টিপু। এই ঘটনায় পরে তিনি বন্দর থানায় তিনি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবুল কাউসার আশা ও আতাউর রহমান মুকুলকেও আসামি করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।