শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,

ত্বকী হত্যা, জামাই মামুন ৭ দিনের রিমান্ডে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার গ্রেপ্তার ‘জামাই মামুন’ ওরফে আব্দুল্লাহ্ আল মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামি আব্দুল্লাহ্ আল মামুন হলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আব্দুল রহিমের ছেলে।

রবিবার (৬ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে এ রায় দেওয়া হয়। এর আগে আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাতে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে শিমরাইল এলাকায় একটি বাস থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।