রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ

দলিল লিখক সমিতির সেক্রেটারি কলিম উল্লাহর উপর সন্ত্রাসীদের হামলা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ দলিল লিখক সমিতির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মোহাম্মদ কলিম উল্লাহর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কমপ্লেক্সের সামনে কলিম উল্লাহ’র উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।

গুরুত্বর জখম কলিম উল্লাহকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় তার মাথাসহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে।

কলিমউল্লাহ’র সঙ্গে থাকা গাড়িচালক আসলাম জানান, বিকেল সোয়া ৫টার দিকে তারা জেল রেজিস্টার কমপ্লেক্স থেকে বের হলে ৭/৮ জন উঠতি বয়সের সন্ত্রাসী লাঠিসোটা সহকারে তাদের উপর

হামলা চালায়। এসময় তারা কলিমউল্লাহকে এলোপাথারি পেটাতে থাকলে তিনি আটকানোর চেষ্টা করলে তাকেও এলোপাথারি পেটানো হয়।

তাদের আর্তচিৎকারে রেজিস্টার কমপ্লেক্সের সামনে থাকা লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীদের দেখলে তিনি চিনতে পারবেন।

আহত মোহাম্মদ কলিম উল্লাহ জানান, তিনি কখনো কারো উপকার ছাড়া ক্ষতি করেননি। কি কারণে তার উপর হামলা হলো সেটা তার জানা নেই।

আহত কলিমউল্লাহ’র পুত্র নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ শাহ আলম শামীম জানান, তার বাবার সঙ্গে কারো কোন শত্রুতা ছিলনা। কি কারণে তার উপর এই বর্বোরোচিত হামলা হলো সেটা তার জানা নেই। এ বিষয়ে তারা আইনগত পদক্ষেপ নিবেন।

বাংলাদেশ দলিল লিখক সমিতি নারায়ণগঞ্জ সদরের সাধারণ সম্পাদক মোঃ সুজন প্রধান জানান, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।