শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দেশটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের অধীনস্থ সকল কমিটি বিলুপ্ত  নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না: পুলিশ সুপার  নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ঢাকার সমাবেশে এড. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান  মহানগর জামায়াতের উদ্যেগে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ত্বকী হত্যা মামলায় আরও এক আসামী গ্রেপ্তার নয়াপল্টনে সমাবেশে গিয়াসউদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান আলোচিত ত্বকী হত্যা, আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ গ্রেফতার  সাংবাদিক রবিনের বিরুদ্ধে আনীতো অভিযোগ মিথ্যা প্রমানিত 

নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না: পুলিশ সুপার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাতে এমন হুশিয়ারী দেন তিনি।

পুলিশ সুপার এসময় বলেন, নারায়ণগঞ্জে যানজট, ফুটপাত, মাদকসহ বিভিন্ন সমস্যা আছে, এসব সমস্যা সমাধানে আমরা চেষ্টা করবো। আপনারা সাংবাদিকরা বলেছেন, আগে এখানে বিভিন্ন সন্ত্রাসী, বড় টপ টেররের নামে চাঁদাবাজি, বিভিন্ন পরিবারের নামে এখানে চাঁদাবাজি হয়েছে। আমি আপনাদেরসহ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই জেলার পুলিশ সুপার হিসেবে আমি যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এখানে নব্য কোনো টপ টেররের জন্ম হতে দেয়া হবে না।

প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এসময় বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে এবং একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে প্রেসক্লাব সর্বদা প্রশাসনের পাশে থাকবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য এম এ সালাম, আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি।

আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সভাপতি খন্দকার শাহআলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য অহিদুল হক খান, সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, আমির হোসাইন স্মিথ, মনির হোসেন, প্রণব রায়, শওকত আলী সৈকত, রাকিব উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সপার (ট্রাফিক) সাগর প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।