মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ ডেবিল হান্ট অভিযানে পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ জন গ্রেপ্তার  ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৮ জন গ্রেপ্তার  শিশু আলিফার মৃত্যু, গালে আঘাতের চিহ্ন মানুষের নখের  যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো: ডিসি নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী ও মাদক ব্যবসায়ী আরমান গ্রেপ্তার  চাষাড়ায় রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের আহ্বানে স্থান ত্যাগ নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ

রূপগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে হাফিজুর রহমান নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

গত শনিবার (১৮ নবেম্বর) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের সুলপিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রতারক হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পশ্চিম পুরন্দপুর এলাকার আব্দুল হকের ছেলে। বর্তমানে পূর্বাচল বাঘবের এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

 

ভুক্তভুগী বাচ্চু মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহর হেলিপেড এলাকায় চা দোকানের ব্যবসা করে জিবিকা নির্বাহ করে আসছেন। বেশ কিছুদিন প্রতারক হাফিজুর রহমান এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তার দোকানে এসে চা খেয়ে সময় কাটাতেন। গত ৮ অক্টোবর হাফিজুর রহমান তার দোকানে এসে জানান তার ছোট ছেলে রিফাতের নামে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবিতে মামলা হয়েছে। পরে ওই প্রতারক তাকে জানান ২৫ হাজার টাকা দিলে তার ছেলের নাম কাটিয়ে দেয়া যাবে। পরে তিনি তার ছেলের নাম কাটার জন্য ওই প্রতারককে ১৫ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর থেকে তাকে আর দোকানের আশেপাশে দেখা যায়নি। পরে তিনি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবির অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তার ছেলের নামে কোন মামলা হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবায়ের হোসেন বলেন, বাচ্চু মিয়া নামের একজন ভুক্তভোগী একটি মামলা করেন এরপর থেকে তাকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। গত ১৮ নবেম্বর সকালে নুর হোসেন নামের আরেক ব্যক্তিকে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে জানায় তার নামে ঢাকা ডিবি পুলিশ অফিসে মামলা হয়েছে। ঢাকা ডিবি’র ডিআইজি ইমাম হোসেনের কাছে হাজিরা দিতে হবে। না হয় ঢাকা ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে বলে ভয় দেখায়। পরে প্রতারক হাফিজুর রহমান নুর হোসেনকে জানায় ৭০ হাজার টাকা দিলে ওই মামলা থেকে নাম কেটে দেয়া যাবে। রাতের ভিতর টাকা ব্যবস্থা করার কথা বলে চলে যায়। পরে রাতে দাবিকৃত ৭০ হাজার টাকা নিতে ফের নুর হোসেনের বাসায় আসে প্রতারক হাফিজুর রহমান। নুর হোসেন বিষয়টি র‌্যাবকে জানালে ঘটনাস্থল থেকেই ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।