শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
লন্ডনের উদ্দেশ্য ঢাকার বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের সিদ্ধিরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই প্রকৌশলী প্রত্যাহার ফতুল্লায় ‘আমরা মোহামেডান’ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ  দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর  ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫ জনই নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে হত্যা করে দুটি ইজিবাইক ছিনতাই করে নিলো দুর্বৃত্তরা  হত্যা মামলায় বেকসুর খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান রূপগঞ্জ মধুখালিতে বাদল ও জামানের ষড়যন্ত্রের ফাঁদে আক্তার ; প্রাণে মেরে লাশ গুম করার হুমকি

বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে: কাউন্সিলর মতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি এক বানীতে দেশ ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৩ (এপ্রিল) রাতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ এ পাঠানো এক বানীতে কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বানীতে কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, শুভ নববর্ষ ১৪৩০। উৎসবমুখর বাংলা নববর্ষের এই দিনে আমি আমার ওয়ার্ডবাসী ও দেশবাসীসহ সব বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে। সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই।

তিনি বলেন,  বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে। পাকিস্তান আমলে ঔপনিবেশিক শক্তি বাঙালির ঐতিহ্যকে নস্যাৎ করতে চেয়েছে। বাঙালিরা দুর্বার প্রতিরোধে আত্মপরিচয় ও স্বীয় সংস্কৃতির শক্তিতে তা প্রতিহত করেছে। সেই শক্তিকে ধারণ করে শামিল হয়েছে মুক্তির সংগ্রামে। সংস্কৃতি ও রাজনীতির মিলিত শ্রোত পরিণত হয়েছে স্বাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে। প্রভাব তাৎপর্যপূর্ণ।বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদযাপনের মধ্য দিয়ে। পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়।

বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে না, বাঙালি বীরের জাতি হিসেবে তার অর্জন ও অগ্রগতি চির ভাস্বর হয়ে থাকবে যুগ যুগান্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, উদারনৈতিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রের ভাবাদর্শে আজীবন যে সংগ্রাম করে গেছেন তারও মূলমন্ত্র জাতিগত ঐতিহ্য ও অহংকার। সেই আদর্শে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, দেশ পুনর্গঠনে কাজ করেছে তার অভিন্ন চেতনা।আবারো আমার ওয়ার্ড বাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।